অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,
জনতা ব্যাংক লিমিটেড এর অবসরপ্রাপ্ত এজিএম জনাব মোঃ বেলাল উদ্দিন অদ্য সকাল ৫:১৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি সর্বশেষ জনতা ব্যাংক লিমিটেড শেরেবাংলা নগর কর্পোরেট শাখার দায়িত্বে ছিলেন এবং জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ ফোরাম ও জনতা ব্যাংক উত্তরা ক্লাব এর সক্রিয় সদস্য ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মহান আল্লাহ তার পরিবারকে এই অপূরনীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার ধৈর্য্য ও শক্তি দান করুন।
কর্মজীবনে তিনি ছিলেন সৎ, নিষ্টাবান, বিনয়ী, আন্তরিক ও সদা হাস্যঊজ্বল। মহাবিশ্বের মহাপ্ররাক্রমশালী দয়াময় ও ক্ষমাশীল আল্লাহ তাকে ক্ষমা করুন ও জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন।