আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ পৌর আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের পৌর ০৯ নং ওয়ার্ডের রজাকপুর সরকারি টেক্সটাইল ভোকেশনালে ইনস্টিটিউট প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের সভাপতি একরাম শাহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নওগাঁ-০৫ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নওগাঁ-০৫ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
এসময় অন্যান্যর মধ্যে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ- সভাপতি শাকিল আহমেদ বাদল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, পৌর আওয়ামীগের সদস্য ও ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর সহ জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এসময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাস্তবায়ন করার ও আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন নৌকা প্রতীক পাবেন তার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।