শিরোনাম:
চট্টগ্রামে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক হেলপার গ্রেপ্তার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি যে কোন ঘোষণা সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময়  গঙ্গাচড়ায় পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি! সান্তাহারে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত পাটগ্রামে মাদ্রাসার ৭৫শতাংশ জমি উদ্ধার করলো কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে ভিসি নিয়োগ চায় বশেফমুবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা আলফাডাঙ্গা দূ্র্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম ছাত্র সমাজ কালুরঘাট ফেরিঘাটে মারামারি, ফেরি পারাপার বন্ধ জিসান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

৪০০ বছরের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের মেলা।

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি,মোঃ সিরাজুল ইসলাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
32.2kভিজিটর

৪০০ বছরের পুরানো ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর “প্রেম গোসাই ” মেলা। প্রতিবছর পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষের ৩০ তারিখে মেলা শুরু হয় চলে মাসব্যাপী। এই মেলা গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য উপজেলার সংস্কৃতির ইতিহাস বহন করে।

মেলাটির উৎপত্তি কবে নাগাদ তা নিয়ে নানা ব্যক্তির মত থাকলেও বংশ পরম্পরায় ও লোকমুখে চলে আসা সন্ন্যাসীদের আগমন ও তাদের কর্মকাণ্ড থেকেই এ মেলার উৎপত্তি হয়েছে। যা এখন পর্যন্ত চলমান রয়েছে।

স্হানীয়দের কাছ থেকে জানা গেছে, এ মেলা ঘিরে পুরো উপজেলাসহ বিভিন্ন উপজেলার মানুষ আসে মেলা দেখতে। কাঠের তৈরি আসবাবপত্র, শীতের পোশাক, মেয়েদের কসমেটিকস সামগ্রী, জুতা-সেন্ডেলের দোকানসহ বাচ্চাদের আনন্দের বিভিন্ন পণ্য আসে মেলায়।

চিত্তবিনোদনের জন্য এ মেলায় রয়েছে “গ্রামীণ যাত্রাপালা ” ও সার্কাস। মেলা দেখে মেলায় তৈরি বাহারি মিষ্টি ও বিখ্যাত লুচি সঙ্গে নিয়ে যায় দর্শনার্থীরা।

গুজিশহর গ্রামের প্রবীণ ব্যক্তি রফিকুল ইসলাম (৭০) বলেন, এ মেলা জন্মের পর থেকে দেখে আসছি। বংশপরম্পরায় এ মেলা চলে আসছে। মেলায় বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে। মেলা চলাকালীন আমাদের এলাকায় আত্মীয় স্বজন আসার হিড়িক পড়ে যায়। প্রয়োজনীয় সকল সরঞ্জাম মেলা থেকে কেনা হয়।

মেলায় মিষ্টান্নের দোকান নিয়ে আসা বলেন, ৩০ বছর থেকে এ মেলা করে আসছি। খুব ভালো আয়োজন এ মেলার। বেচাকেনা ভালো হয় বলে কোন বছর এ মেলা করতে ছাড়ি নি।

মেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, করোনার ভয়াল গ্রাসে পরপর দুবছর এ মেলা হয়নি। এ বছর আবার বসছে এ মেলা।

এ মেলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য অনেক পুরানো। এ মেলা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে গুজিশহর মসজিদ, মন্দির, প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের উন্নয়ন করা হয়। এ সমস্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী বিনা বেতনে পড়ার সুযোগ পেয়ে থাকে। মেলা কমিটির সকল সদস্যরা এ মেলাকে প্রাণবন্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x