জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে জলিল সভাপতি’ মুকুল রানা সাধারণ সম্পাদক

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
জলিল সভাপতি’ মুকুল রানা সাধারণ সম্পাদক
36.4kভিজিটর

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন সাধারণ সভায় প্রস্তাব সমর্থনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে।

দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল সভাপতি এবং দৈনিক দিনকালের জামালপুর প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পর্যটন কেন্দ্রে জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হ য়। এ উপলক্ষে সাধারণ সভায় প্রস্তাব সমর্থনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি কামাল হোসেন (অবজারভার), জাহিদুর রহমান উজ্জল (দৈনিক ইত্তেফাক, ৭১ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি, দৈনিক অধিকার), জি এম ফাতিউল হাফিজ বাবু (যায়যায়দিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি), দপ্তর সম্পাদক শামীম আলম (মাইটিভি, বাংলাদেশের আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদ মাহমুদ (দৈনিক সবুজদেশ)।

কার্যনির্বাহী সদস্য যথাক্রমে অ্যাডভোকেট ইউসুফ আলী (যায়যায়দিন), এম সুলতান আলম (বাংলাদেশ টুডে), ফজলে এলাহী মাকাম (এস এ টিভি, বাংলাদেশ বেতার), শুভ্র মেহেদী (বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি নিউজ), শোয়েব হোসেন (যমুনা টিভি), তারেক মাহমুদ (কালের কন্ঠ, বাংলা টিভি)।

এছাড়াও নির্বাচনে ২০২৪ সালের জন্য দৈনিক যায়যায়দিনের জামালপুর প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x