নওগাঁর ধামইরহাটে এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৩য় বর্ষ উদযাপন উপলক্ষে ট্যালেন্ট সার্চ কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তিতে সকাল ১০ টায় বিনামুল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিকেল ৫ টায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু রাশেদ ইমামের সভাপতিত্বে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীদের নিয়ে ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাসুমা আকতার ১ম স্থান অধিকার করলে তাকে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী কমল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. আবু মুছা স্বপন প্রমুখ। সবশেষে সন্ধা হতে হাজার হাজার দর্শক নিয়ে মধ্যরাত পর্যন্ত জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফাউন্ডেশনের পরিচালক আবু রাশেদ ইমাম জানান, আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে স্বেচ্ছাশ্রমে আমাদের সহযোগিদের নিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র প্রদান, অসহায় পরিবারে খাদ্য সহায়তা, শিক্ষাউপকরণ সহ বিভিন্ন সেবামুলক কার্যক্রমের পরিচালনা করে থাকি, যা চলমান থাকবে।