শিরোনাম:
চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেস সাথে চসিকের লরির সংঘর্ষ চট্টগ্রামে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ আলফাডাঙ্গা জাতীয় যুব দিবস পালিত গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসায় ৪৯ তম বার্ষিক ওয়াজ মাহফিল! চট্টগ্রামে অপরাধ দমনে ১০০টি মোটরসাইকেল প্যাট্রোলিং বোয়ালমারীতে কৃষক দলের সমাবেশ সফল করতে রূপপাত ইউনিয়ন বিএনপির যোগদান চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই জন গ্রেপ্তার দুদকের ভয়ে আত্মগোপনে থাকা রিপন চন্দ্র মন্ডলের দূর্নীতি কমেনি শেখ হাসিনার জন্য জাতিসংঘের কাছে বাংলাদেশ একটি বর্বর জাতিতে পরিনিত হয়েছে- মাশুকুর রহমান আবুল বাশারকে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করায় সংবর্ধনা অনুষ্ঠান

বেরোবিতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালার উদ্বোধন

মোঃ সাজেদুল ইসলাম, বেরোবি প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
শিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালার উদ্বোধন
379.6kভিজিটর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। আজ শনিবার (১০ ডিসেম্বর, ২০২২) সকালে বিশ্ববিদ্যালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ সেল (বিএনআরইসি), ইউনেস্কো ও সিভিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। গত নভেম্বরের ৫ তারিখে শুরু হওয়া ৮ দিনব্যাপী কর্মশালার শেষ ২ দিনের সমাপনী কর্মশালার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আর্থ-সামাজিক কারণে দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী পড়ালেখা সম্পন্ন করতে পারেনা। তিনি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন হুহুয়া ফেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বিএনআরইসি এর আহবায়ক প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডুকেশন এন্ড আইসিটি) মোঃ ফিরোজুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ব্যুরোর উপ-পরিচালক মোহাম্মদ রুকুনউদ্দিন সরকার, বিএনএফই এর সহকারী পরিচালক মোঃ মুশফিকুর রহমান, সিভিক ফাউন্ডেশনের লাইফলং লার্নিং এন্ড রিসার্চ এর প্রধান ইমদাদুল হক এবং বিএনআরইসি এর সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ভ‚গোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম।

কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x