নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের জয়বাংলা চত্বরে গতকাল ১৮ নভেম্বর শুক্রবার দিনব্যাপী হেমন্ত উৎসব উদযাপন করা হয়েছে। ঢাকার ষড়ঋতু উদ্যাপন পরিষদ ব্যতীক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃতি, নৃত্য, দলীয় সংগীত, চিত্রাংকন, গ্রামীণ খেলা, হেমন্তের গান ও পুরস্কার বিতরণ। সকালে মিষ্টি রোদে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। পরে খড়ের আটিতে আগুন জ¦ালিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষড়ঋতু উদযাপন পরিষদের আহ্বায়ক তুষার আব্দুল্লাহ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম,
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, আওয়ামীলীগ নেতা আলহাজ হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, ষড়ঋতু উদযাপন পরিষদের সদস্য কাকলী প্রধান, আব্দুর রহমান, মাহমুদ সাকিব, মঞ্জুর মোরশেদ প্রমুখ।
পরে বাউল গানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।