নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বিশ্বকাপ ফুটবল উচ্ছ্বাসে মেতেছে নওগাঁ

মো নাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
183.5kভিজিটর

আবারো ৪২৫ ফিট পতাকা টানিয়েছেন পোরশার ব্রাজিলিয়ান সমর্থকেরা”

আর মাত্র এক সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর এ খেলার শুরুর আগেই নওগাঁর পোরশায় উচ্ছাসে মেতেছে ফুটবলপ্রেমিরা।

নিজ নিজ দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাসের কমতি নেই তাদের। এমনি দৃশ্য অবলোকন হচ্ছে, জেলার পোরশা উপজেলার ফুটবল প্রেমিদের মাঝে।

বেশ কিছুদিন ধরেই নওগাঁর পোরশা উপজেলার মোল্লাপাড়া গ্রামের আর্জেন্টিনার ১২০ ফিট আর ব্রাজিলের ২৭০ ফিট পতাকা টাঙ্গিয়ে উল্লাসের খবর এখন সারা দেশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আর এর রেস কাটতে না কাটতে মোল্লাপাড়া থেকে তিন কিলোমিটার দূরে একই ইউনিয়নের ঘাটনগর কাচারী-পাড়ায় ৪২৫ ফিট ব্রাজিলের পতাকা টাঙ্গিয়ে জানান দিচ্ছে দলের প্রতি সমর্থন।

একই উপজেলার মধ্যে এরকম পতাকা যুদ্ধে এ যেন আর্জেন্টিনা সমর্থকদের কাটা ঘায়ে মরিচ গুঁড়ো দেওয়ার মতো অবস্থা। আজ সোমবার সরেজমিনে দেখা গেছে, বিশ্বকাপকে সামনে রেখে উপজেলা সদর থেকে উপজেলার প্রতন্ত অঞ্চলে ফুটবল প্রেমিদের মাঝে ছড়াচ্ছে উচ্ছাস ও উন্মাদনা।

বিভিন্ন বাসাবাড়ির ছাদে ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে শোভা পাচ্ছে পছন্দের দলের পতাকা। স্থনীয় জনপ্রতিনিধি রবিউল ইসলাম বলেন- নওগাঁ জেলার সব চেয়ে জনপ্রিয় খেলা ফুটবল।

ফুটবল নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই ফুটবল প্রেমিদের। তাই আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমিদের মাঝে শুরু হয়েছে বাধভাঙ্গা উচ্ছ্বাস ও উদ্দিপনা। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা দলের সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।

এদিকে জেলায় বেড়েছে দলীয় জার্সির বিক্রি। বিক্রি হচ্ছে বিভিন্ন দলের ছোট বড় আকারের পতাকা। বিশ্বকাপের উত্তাপ ছড়িয়েছে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত নিজের দলের বিজয় নিয়ে যুক্তি তর্কে মেতে উঠছে চায়ের দোকান ও গ্রামের মোড়ে মোড়ে।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বাচ্চু বলেন, আমরা ব্রাজিলকে ভালোবাসি, নেইমারকে ভালোবাসি সেই জন্য আসন্ন বিশ্বকাপে প্রিয় দলকে হাজার মাইল দূর থেকে উৎসাহ প্রদান করার জন্যই ব্রাজিলের ৪২৫ ফিট পতাকা টাঙ্গিয়েছি।

কাউকে ছোট করা বা কারু থেকে বড় হওয়ার জন্য আমরা এইসব করিনি ।আমাদের ঘাটনগর কাচারী পাড়ার ব্রাজিল ভক্ত কিছু তরুণ ছেলেরা চাঁদা ভাঙ্গন দিয়ে প্রায় ৬৫০০ টাকা খরচ করে এই পতাকা টাঙ্গিয়েছেন।

আমরা ভাইরাল হওয়ার জন্য এসব করিনি। এবং আমরাই প্রথম সারাদেশের মধ্যে ব্রাজিলের এত বড় পতাকা তৈরি করতে সক্ষম হয়েছি ।

Enamul Haque

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x