শিরোনাম:
এম পির ভাঙচুরকৃত কবর পরিদর্শনে বিএনপি’র নেতৃবৃন্দ সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় শেখ সেলিম সহ ১৬১৭ জনের নামে মামলা ভিনদেশি গ্রেটার ফ্লেমিংগো পাখির দেখা মিলল পঞ্চগড়ে নারায়ণগঞ্জ জেলার সাজা প্রাপ্ত বিডিআর সদস্যরা ন্যায়বিচার ও জেল থেকে মুক্তি এবং চাকুরীতে যোগাযোগ দানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা : গঙ্গাচড়ার পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ভূপতি বদলি ডিমলার স্বেচ্ছাসেবী আলমগীরের মরণোত্তর চক্ষুদান ঘোষনা বোয়ালমারীর ডিজিএম জানেননা বিদ্যুতের কি অবস্থা, ৬০ ঘন্টা বিদ্যুতহীন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

আলফাডাঙ্গা পৌরসভা ৯ নং ওয়ার্ড বাসীর পুনরায় সেবা করতে চায় -কাউন্সিলর শাহাবুল

আরিফুজ্জামান চাকলাদার
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
21.6kভিজিটর

আলফাডাঙ্গা পৌরসভা আসন্ন ২৯ শে ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাহাবুল আলম পুনরায় সেবা করতে চায়। গতকাল শনিবার (১২নভেম্বর) রাত আটটার দিকে চর মিঠাপুর চৌরাস্তার পাশে ৯ নং ওয়ার্ড সর্বস্তরের পাঁচ থেকে ছয় শতাধিক লোক নিয়ে জনসভা করেন।

জনসভায় বিভিন্ন বক্তারা বলেন, গত নির্বাচনে শাহাবুলকে আমরা নির্বাচিত করেছি। পাঁচ বছর সে জনগণের সাথে আচার-আচরণ, ব্যবহার ভালো,উপকার করেছে।ওয়ার্ড উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে।

সামনে পৌর নির্বাচনে আবারও তাকে( সাহাবুল)কে আমরা নির্বাচিত করব, কাউন্সিল নির্বাচিত করে আগামীতে পাঁচ বছর ওয়ার্ডের বাকি অসম্পূর্ণ কাজ করার আহ্বান জানান। এদিকে পৌর কাউন্সিলর মো. শাহাবুল আলম বলেন, আপনাদের ভোটে আমি গত পৌর নির্বাচনে কাউন্সিলর হয়েছি।

আপনাদের সুখে-দুখে পাশে থেকে জীবনপণ চেষ্টা করে খেদমত করেছি,কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে ক্ষমা করে দিবেন,ভুলের উর্ধে কেহই নয়।

গত পাঁচ বছর আমার ওয়ার্ডে বড় বড় রাস্তার কাজ করার সহযোগিতা করেছি। এই বছর আমাকে নির্বাচিত করলে বাকি ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ছোট ছোট রাস্তার ও লাইটিং এর কাজগুলো করব। আমি বিগত দিনে বয়স্ক ভাতা বিধবা,পঙ্গু ভাতা,দুস্থ ভাতা থেকে কোন প্রকার টাকার সুবিধা গ্রহণ করিনি।

এবার আবারও নির্বাচিত করলে কোন ধরনের ভাতার কার্ড থেকে আগামীতে কোন ধরনের টাকা সুবিধা গ্রহণ করব না। আপনারা আমাকে এবারও ভোট দিয়ে পৌর কাউন্সিলর নির্বাচিত করবেন, ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিবেন, এই উদাত্ত আহবান জানাই।

আরো বক্তব্য দেন,মাসুদ রানা (চরপাড়া), রফিকুল ইসলাম রনি(চর পড়া),শেখ হিমায়েত হোসেন (চরপাড়া),আহসান হাবীব (চরপাডা), আ. গফফার মোল্লা (চরপাড়া), শহিদুল ইসলাম (চরপাড়া), হাবিবুর রহমান হাবি( চরপাড়া),আক্কাস উদ্দিন যুব উন্নয় অফিসার( চরপাড়া), মিরাজ শেখ অব. পুলিশ(দক্ষিণ পাড়া), শেখ জাকির হোসেন দক্ষিণ পাড়া,টুলু শেখ(দক্ষিন পাড়া),পান্নু শেখ( দক্ষিণ পাড়া),ইকরাম মোল্লা( দক্ষিণ পাড়া) ,মনির শেখ( দক্ষিণ পাড়া) প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x