গোপালগঞ্জে পুলিশের নিয়মিত তল্লাশির সময় শরীয়তপুর সড়ক বিভাগের এক পিওনের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিওনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম মোশারফ হোসেন (৬০)। তিনি শরীয়তপুর সড়ক বিভাগের পিওন হিসেবে কর্মরত। অপর আটক ব্যক্তি হলেন প্রাইভেটকারের চালক মো. মনির হোসেন (৪০)। তার বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রামে। পুলিশ প্রাইভেটকারটি ও উদ্ধার করা নগদ টাকা জব্দ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পুলিশ লাইন্স মোড়ের চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি প্রাইভেটকার থামানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগের মধ্যে দুটি খামে রাখা ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিওন মোশারফ হোসেন অসংলগ্ন ও সন্দেহজনক বক্তব্য দেন। একপর্যায়ে তিনি জানান, গোপালগঞ্জ সড়ক সার্কেলের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনকে দেওয়ার জন্য তিনি ওই টাকা নিয়ে যাচ্ছিলেন।
তার বক্তব্যে অসংগতি থাকায় পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে প্রাইভেটকারসহ টাকা জব্দ করে পিওন ও চালককে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, শরীয়তপুর সড়ক বিভাগ গোপালগঞ্জ সড়ক সার্কেল ও জোনের অধীনে পরিচালিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।