নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
44.0kভিজিটর

সৎ ছেলে কর্তৃক কুয়েত ফেরত প্রবাসী মায়ের জায়গাজমি জোর জরবদখলসহ প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সৎ মা ছাফা মোহাম্মদ।

শুক্রবার বিকেল ৩ টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের ২য় তলায় সদর উপজেলার ইকবাল নগরের বাসিন্দা প্রবাসী এই নারীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এেেত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্খিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের,তিনি একজন কুয়েত প্রবাসী উল্লেখ করে ঐ নারী সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করার পর গত তিন মাস আগে বাংলাদেশে আসেন। তিনি দেশে আসার পর সুনামগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিন পার্শ্বে সফা মোহাম্মদের নামীয় জমিতে থাকা বসতভিটাটি মেরামতের চেষ্ঠা করলে সফা মোহাম্মদের স্বামী মোঃ সুহেল আহমদ ও তার ১ম স্ত্রীর সন্তান মোঃ খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে প্রবাসী মহিলাকে বাঁধা দেয় এবং তাকে ঐ জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেন অন্যতায় তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করা হয়।।

‎তিনি আরো উল্লেখ করেন আমি গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আমার নামীয় জমিতে বসতবাড়ি মেরামতের কাজ দেখাশুনা করতে গেলে আমার স্বামী ও সৎ ছেলে মিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে আমাকে একটি সিএনজিতে করে তাদের বাসায় নিয়ে গিয়ে ৫/৬ ঘন্টা আমার উপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এলোপাতারি কিল, ঘুষি ও লাটিপেটা করে আমাকে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় কোন মামলা-মোকদ্দমা করিলে আমাকে প্রানে মারার হুমকি ও দেয়া হয়। পরবর্তীতে তাদের বসতঘর থেকে আমার ভাইয়ের ছেলে তছকির আলী আমাকে উদ্ধার করে নিয়ে আসেন।

‎তারপর আমি আমার স্বামী ও সৎ ছেলের হাত থেকে প্রানে বাচঁতে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করি। এরপর আরো ক্ষিপ্ত হয়ে তারা আমাকে প্রাননাশের হুমকি প্রদানসহ আমার নামীয় জমি তাদের নামে দলিল করে দেয়ার কথা বলে। তাদের অত্যাচার ও হুমকি-দামকির কারনে আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।

‎এছাড়াও আপনাদের আরো জানাতে চাই যে, আমার নামীয় ৯৫ শতক জায়গার মধ্যে ৩০ শতক জমি আমার সৎ ছেলেকে দিয়ে দেই। তারপরও সে নানা কৌশলে আরো ৩০ শতক জমি হাতিয়ে নিতে চায়। আমি তাকে জমি না দেয়ায় সে প্রতিনিয়িত আমাকে প্রাননাশের হুমকি দিয়ে আসছে। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই আমার জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x