নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

পঞ্চগড়ের চা চাষীদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন। 

মো: মিজানুর রহমান পঞ্চগড় জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
53.6kভিজিটর

গতকাল ৭ ডিসেম্বর বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ এসপিপি, এনডিসি, এএফডব্লিসি, পিএসসি এর সাথে পঞ্চগড়ের চা কারখানা মালিক সমিতি, চা বাগান মালিক সমিতি ও চা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নিম্নের সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। এসব সিদ্ধান্ত চা শিল্প সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

১। মানহীন সবুজ চা পাতা বিক্রি করা যাবেনা। মানহীন চা পাতা বেচাকেনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। ডিনি এ ধরনের চা পাতা বিক্রি করবেন তিনি দায়ী  হবেন। যিনি কিনবেন তিনিও দায়ী হবেন। 

২। চা পাতায় পানি দেয়া যাবেনা। যারা চা পাতায় পানি দেবে তাদের আইনের আওতায় আনা হবে।

৩। কেউ অনুমোদনের বাইরে বেআইনী প্রডাক্টশন করলে সেসব কারাখানাকে আইনের আওতায় আনা হবে।

৪। এখন থেকে বুঝে শুনে কারখানার লাইসেন্স দেয়া হবে।৫। সকল চা চাষির নিবন্ধন করতে হবে। নিবন্ধিত চাষি ছাড়া চা পাতা কেনা যাবেনা। 

৬। উৎপাদিত সকল চা ওয়ার হাউজে প্রেরণ করতে হবে। উৎপাদিত সব চা নিলামে যাতে উঠে সে ব্যবস্থা নিতে হবে। 

৭। কারখানা থেকে নির্ধারিত সময়ে চা বের করতে হবে।

৮। প্রশাসন প্রয়োজনে চা উৎপাদন ও কারখানার বাইরে যাওয়ার ভিডিও ফুটেজ সরবরাহ করতে হবে। 

৯। প্রত্যেক কারখানা থেকে চা বোর্ডে ডেইলি প্রডাক্টশন রিপোর্ট দিতে হবে। 

১০। কুরিয়ার সার্ভিসকে সঠিক তথ্য দিতে হবে। 

১১। পঞ্চগড়ে চা বাগান সম্প্রসারণে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতি বছর ২.৫% হারে চা বাগান বাড়াতে হবে। 

১২। পুরানো চাষিদের পুনরায় চা বাগান করা উদ্বুদ্ধ করতে কোনো প্রণোদনার প্রয়োজন হলে তার প্রস্তাব দিতে হবে। 

১৩। ৩১ ডিসেম্বর পর্যন্ত সবুজ চা পাতা বেচাকেনা করা যাবে। এরপর কেউ বেচাকেনার সাথে জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

১৪। বাংলাদেশ চা বোর্ড, জেলা প্রশাসন পঞ্চগড়, জেলা পুলিশ, চা কারখানা মালিক সমিতি, চা বাগান মালিক সমিতি ও চা ব্যবসায়ীরা এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x