রূপগঞ্জে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
সভায় ইউএনও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া, ফুটপাত দখলমুক্ত রাখা এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির কথাও জানান।
সভায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত দেন।