-চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে র্যালি এবং প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে বিভিন্ন স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি, কবুতর, ছাগল’ ডিম, কুকুর, বিড়াল, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।
বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা.রুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
বোয়ালখালী মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সঞ্চালনায় আ বোয়ালখালী প্রকল্প কর্মকর্তা লোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা,বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত)মোহাম্মদ খাইরুল ইসলাম,বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা সুজন কান্তি দাস, বোয়ালখালী মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, বোয়াখালী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুন, বোয়ালখালী মৎস্য অফিসার নাঈম হাসান, বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী দিদার প্রমুখ।
বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।