নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় অবৈধ গরুর হাট পরিচালনা ও দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল ২৪ নভেম্বর সোমবার দুপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলিয়া গরুর হাটের পাশেই জনতা উচ্চ বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটার অভিযোগে প্রায় এক বছর আগে রূপগঞ্জ উপজেলা প্রশাসন অর্ধশতাব্দী প্রাচীন ওই গরুর হাট বন্ধ করে দেয়। এরপর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন কৌশলে হাটটি পুনরায় বসানোর চেষ্টা করে আসছিল।
গত এক মাস ধরে স্থানীয় বিএনপি নেতা জসিম মিয়া গরুর হাটটি পরিচালনা করে আসছিলেন। গতকাল দুপুরে ১৭-১৮ জনের একটি সশস্ত্র দল ধারালো ছুরি, রামদা, লোহার পাইপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হাটটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে বিএনপি নেতা জসিম মিয়ার ছোট ভাই ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মহাসিন মিয়া (৪০), সবুজ মিয়া (৩৮) ও রিপন মিয়া (৪২) গুরুতর আহত হন। এছাড়াও হামলাকারীরা মহাসিন মিয়ার ব্যবসায়িক কাজে ব্যবহৃত নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় জসিম মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,
“এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”