নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে দোতলা ঘরের ছাদ থেকে অজগর উদ্ধার

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
49.4kভিজিটর

চট্টগ্রামের বোয়ালখালীতে দোতলা মাটির ঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাপটি উদ্ধার করা হয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠ বিনোদ বরণ চক্রবর্তীর বাড়ি থেকে।

পরিবারের সদস্যরা ঘরের চালের নিচে দেয়ালে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হন। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ এর সদস্য আমির হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।

শাওন জানান, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলাম এর নির্দেশনায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য ১০ ফুট। লেজে কিছু জখম রয়েছে।

পরবর্তীতে সাপটিকে বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা প্রদানের পর নিরাপদভাবে বনে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে বোয়ালখালীর বিভিন্ন এলাকা থেকে বহু অজগর উদ্ধার করা হয়েছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x