নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা পিরোজপুর

আবুল বশার পবরিশাল প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
142.0kভিজিটর

শুধু প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে না থেকে প্রযুক্তির উদ্যোক্তা হওয়ার জন্য এগিয়ে আসতে হবে। তরুণদের লক্ষ্য হওয়া উচিত অপরের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের ইতিবাচক শক্তিকে জাগ্রত করার মানসিকতা গড়ে তোলা। বাংলাদেশের অগ্রগতির পথ সুগম করতে হলে দ্বন্দ্ব ও সংঘাত থেকে দূরে থেকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানোই সবার লক্ষ্য হওয়া উচিত।
গতকাল (মঙ্গলবার) পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলে


জেলা তথ্য অফিস পিরোজপুরের আয়োজনে আলোচনা সভায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন, আমাদের চারপাশের পরিবেশ ও সমস্যার উন্নয়ন নিয়ে কাজ শুরু করার মধ্য দিয়ে দেশ ও পৃথিবী বদলানোর কাজ শুরু করতে হবে।

অন্যের জন্য কোন কাজ ফেলে রাখলে কোন কাজই এগোবে না। নিজেকেই অগ্রণী হতে হবে। তরুণ প্রজন্মকে নেতিবাচকতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, নেতিবাচকতা ও অন্যের ওপর দোষারোপ কোন ভাল ফল বয়ে আনতে পারে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, জেলা তথ্য অফিস পিরোজপুরের সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তৃতা করেন।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী বলেন, তারুণ্যের মধ্যে যে আবেগ, উন্মাদনা ও পরিবর্তনের সংকল্প বিদ্যমান তাকে একত্রিত করে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এজন্য প্রয়োজন ধৈর্য, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ও আশাবাদের সংমিশ্রণ। তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে বাংলাদেশের অগ্রগতির গতিপথকে সঠিক দিকে চালিত করতে। দেশের জনসংখ্যার এই সিহংভাগ জনগোষ্ঠীর কর্মস্পৃহা আর মতামতের প্রতিফলন ঘটাতে পারলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।

এলক্ষ্যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক সমাজ ও সভ্যতা সম্পর্কে জ্ঞান চর্চায় নিমগ্ন হওয়ার ওপর গুরুত্বারোপ করে উপপরিচালক বলেন, নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা ও স্বপ্ন থাকলে চারপাশের বাস্তবতায় তা ধরা দিতে বাধ্য।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে আলোচনা সভার অংশ হিসেবে জেলা তথ্য অফিস, পিরোজপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে ২৪’র জুলাই শহিদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা তথ্য অফিস পিরোজপুরের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর গত ১৮ নভেম্বর প্রেরিত প্রেসরিলিজের মাধ্যমে এ তথ্য জানানো।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x