শিরোনাম:
আলফাডাঙ্গায় কৃষকদল নেতাকে স্ত্রী ও সন্তান কুপিয়ে হত্যা করেন জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত পিরোজপুর জেলা পুলিশের উন্নয়ন করে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ছয় লেনে উন্নীত করার নির্দেশনা চট্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান গোপালগঞ্জে টুঙ্গিপাড়া অভাব ও অসুস্থতায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা! মেঘনা নদীর অভয়াশ্রম অভিযানে বিপুল পরিমাণ জাল ও খুটি জব্দ ময়লা আবর্জনা হতে মুক্তি চায় একোর্ডবাসী, নিজ ছেলের দায়ের কোপে মা মনজিলা খুন শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রূপগঞ্জে তাতি দলের আহবায়ক কমিটি গঠন

রনি আহম্মেদ,রুপগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
29.8kভিজিটর

তাঁতশিল্প যখন সংকুচিত ও বিলুপ্তির পথে, তখন সারা দেশের নেয় রূপগঞ্জ উপজেলায় সুসংগঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল। তাঁতশিল্পের প্রসারে অত্র উপজেলায় জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী দোসরদের হাতে বার বার নির্যাতিত ও রাজপথে বিএনপির পরিক্ষিত নেতা মোঃ মোরশেদ আলমকে আহবায়ক, মোঃ মাহফুজুর ইসলাম লিটনকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মোঃ মৃদুল হাসানকে সদস্য সচিব নির্বাচিত করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহবায়ক এবং ২৫ জনকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

গত বুধবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান (শুক্কুর মাহমুদ) ও সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল এ কমিটি অনুমোদন দেন।

এক সাক্ষাৎকারে নব নির্বাচিত কমিটির আহ্বায়ক মোঃ মোরশেদ আলম বলেন, ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।  বিগত ১৭ বছরে আওয়ামী শাসনামলে আমরা কোন কর্মসূচি পালন করতে পারিনি। যখনই কর্মসূচি গ্রহণ করেছি তখনই সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর রোসানলে পড়তে হয়েছে।

বিএনপি করার কারণে আওয়ামী লীগ কর্মীদের কাছে অনেক অত্যাচার নির্যাতনেরও শিকার হয়েছি। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা কমিটি গঠন কল্পে সংশ্লিষ্ট ইউনিটে গমন করে প্রতিনিধি সভার মাধ্যমে  পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

তাছাড়া তাঁতি ও তাঁতশিল্পের উন্নয়নে সুতা, রংসহ তাঁত উপকরণের দাম ক্রয়সীমার মধ্যে রাখা, রেশনিং পদ্ধতিতে সুতা পাওয়া এবং অত্র উপজেলার প্রান্তিক তাঁতিদের পুনর্বাসন করতে এই কমিটি কাজ করবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x