নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও মিষ্টি তৈরির ৭৫ হাজার টাকা জরিমানা

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
104.7kভিজিটর

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও মিষ্টি তৈরি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৭ মে) উপজেলার খাদ্য গুদাম ও আলো সুইটসের কারখানায় এই অভিযান পরিচালানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলা সদরের খাদ্য গুদামের পাশে অবৈধ উপায়ে আইসক্রিম উৎপাদন ও নকল মোড়ক ব্যবহার করে ব্যবসার পসার বসিয়েছেন এক বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের ব্র‍্যান্ডের মোড়ক(কোয়ালিটি, ইগলু,পোলার,হ্যাজেলনাট) ব্যবহার করে আইসক্রিম সরবরাহ করতেছে।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ার অপরাধে উত্তম চৌধুরীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত সকল আইসক্রিম ধ্বংস করা হয়।

অন্যদিকে আলো বেকারি এ্যান্ড সুইটস নামক একটি বেকারিকে অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি উৎপাদন করার দায়ে মালিক মো: জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অস্বাস্থ্যকর বিবেচনায় মিষ্টির শিরা ধ্বংস করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার,জনস্বাস্থ্যের ক্ষতিকর আইসক্রিম তৈরি করায় ৫০ হাজার ও আলো সুইটস এ্যান্ড বেকারি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করে বোয়ালখালী থানার চৌকস একটি পুলিশ দল, বোয়ালখালী পৌরসভা ও উপজেলা প্রশাসনের স্টাফগণ।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x