নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

আমিরের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে ১০ জনের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
133.4kভিজিটর

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। তার পরবর্তী ছবি ‘সিতারে জমিন পার’ ইতিমধ্যেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জমিন পার’-এর স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে তৈরি এই সিনেমার প্রথম পোস্টার অবশেষে প্রকাশ পেল। সোমবার দুপুরে পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুন ভারতজুড়ে মুক্তি পাবে ‘সিতারে জমিন পার’।

নতুন পোস্টারে আমির খানের সঙ্গে দেখা গেছে ১০ জন নবাগত অভিনেতা। আমির খান প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর-এর মতো নবাগতদের।

ছবিতে আমির খানের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ-কে। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই ছবির মাধ্যমে দর্শকদের জন্য একটি বিশেষ কিছু আনতে চলেছেন আমির। ছবিটি পরিচালনা করছেন আর এস প্রসন্ন, যিনি এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ এবং স্বামী চিন্ময় আনন্দের বায়োপিক ‘অন আ কোয়েস্ট’ পরিচালনা করেছেন।

‘সিতারে জমিন পার’ ছবিতে গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, এবং সুর করেছেন বিখ্যাত সংগীতত্রয় শঙ্কর-এহসান-লয়। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান, রবি ভাগচন্দকা এবং অপরণা পুরোহিত। আগামী ২০ জুন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। আর পোস্টার প্রকাশের পর থেকে উৎসাহ-উত্তেজনা আরও বেড়ে গেছে বলেই মনে করা হচ্ছে। সূত্র: বলিউড হাঙ্গামা।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x