বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেছেন,
সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সন্তানকে সামাজিক, মানবিক, নৈতিক ও পারিবারিক মূল্যবোধ শিখাতে হবে।
শিক্ষকের পাশাপাশি মা-বাবাকে এ দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের উন্নয়ন অনালোকিত রয়ে যাবে যদি মূল্যবোধ সম্পন্ন জাতি গঠন সম্ভব না হয়।
তিনি আজ বরিশাল নগরীর বরিশাল আর এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মহিলা অভিভাবকদের সাথে কমিউনিটি ডায়লগ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন।
বরিশাল জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত (সেপ্টেম্বর-ডিসেম্বর/২০২৫ মেয়াদে) “শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় এ আলোচনা সভা আয়োজন করা হয়। ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় Community Engagement and Social Behavior Change (CE-SBC) activities on Alternative Learning Pathways and empowerment of adolescents issues প্রোগ্রামের আওতায় এ সভা আয়োজন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর সাথে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ, প্রতিবন্ধকতা প্রতিহতকরণ করা, বিকল্প শিক্ষা পদ্ধতি, স্বাস্থ্য, শিক্ষা, সমাজ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।
এ সময়ে এসব বিষয়ের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন মৃদুল চৌধুরী কনক সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস বরিশাল। সভাপতিত্ব করেন শাহানাজ পারভিন,প্রধান শিক্ষক,আর,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়,বরিশাল।
অতিথিগন বক্তব্যে বলেন বাল্যবিবাহ ও যৌতুক প্রথাকে অভিশাপ হিসেবে উল্লেখ করে বাল্যবিবাহ থেকে মেয়েদের রক্ষা করতে অভিভাবক ও সমাজপতিদের সচেতন হওয়ার অনুরোধ করেন। পরিচালক বলেন, মেয়েরা সমাজের বোঝা নয়। মেয়েদের শিক্ষিত করতে হবে। শিক্ষিত মেয়েরাই শিক্ষিত জাতি উপহার দিবে। মেয়ের শিক্ষাগত যোগ্যতা তার ক্ষমতায়নে ভূমিকা রাখবে। তিনি বলেন,
শিশুর জন্মনিবন্ধন সঠিক সময় করাতে হবে।
শিক্ষা ও পুষ্টি সচেতনতা,নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারীর অধিকার,নারীর ক্ষমতায়ন,জেন্ডার সমতা, ইভটিজিং ও ডেঙ্গু প্রতিরোধ এবং পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন জনসচেতনতামুলক আলোচনা হয়। বিশেষত নারীর কর্মসংস্থান ও বিকল্প শিক্ষার উপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা । ( ২৪ নভেম্বর ২০২৫)।