২৭ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ইনস্টিটিউট লেভেল স্কিলস কমপিটিশন-২০২৫।
ইনস্টিটিউট লেভেল স্কিলস কমপিটিশন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক। অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তব্যে তিনি প্রাতিষ্ঠানিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং তা দেশ ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ব্যবহারের বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করে আরো বলেন বর্তমান বিশ্বে যে দেশ যত উন্নত তারা টেকনিক্যালি কার্যক্রমেও তেমনি উন্নত। আমরা আগামী বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি উন্নত শীল দেশ গড়ার লক্ষ্যে টেকনিক্যাল বিষয়কে বেশি গুরুত্ব দেব। বক্তব্য শেষে জেলা প্রশাসক পিরোজপুর মহোদয় প্রতিযোগীদের প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
ইনস্টিটিউট লেভেল স্কিলস কমপিটিশন-২০২৫ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ হেলালউর রহমান প্রিন্সিপাল পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। উক্ত অনুষ্ঠানে আরো অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।