পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষ্যে ভোক্তা পর্যায়ে সুলভ মূল্যে ডিম সরবরাহের লক্ষ্যে ২ ই মার্চ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ পিরোজপুর এর উদ্যোগে ভ্রাম্যমাণ ডিম বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পিরোজপুর।
উদ্ধোধনী বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান বলেন পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের ক্রেতা সাধারণের মাঝে সুলভ মূল্যে ডিম বিক্রির জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এতে নিম্ন আয়ের মানুষের রমজানে প্রাণিজ প্রোটিনের চাহিদা মিটবে। এ সময় উপস্থিত জনসাধারণের মাঝে প্রতি ডজন ডিম ১১০ টাকায় বিক্রি করা হয়। ভ্রাম্যমান ডিম বিক্রয় কার্যক্রম পৌরসভার বিভিন্ন পয়েন্টে চলমান থাকবে মর্মে পিরোজপুর জেলা প্রশাসক সাংবাদিকদের কে জানান।