হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে আবদুল্লাহ (৫) ও সাওদা (৬) নামের ২ শিশু নিখোঁজের ঘন্টা খানেক পরে বাড়ির পাশ্ববর্তী মেঘনার শাখা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ হওয়া ছেলে শিশু আবদুল্লাহ’র মরদেহ পাওয়া গেলেও তার ভাগিনী সাওদা এখনো নিখোঁজ।
যানা যায় সাওদা তার মা নীলা বেগম এর সাথে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিলো। আজ মঙ্গলবার সকাল ১০টার পরে আবদুল্লাহ’র বাবা মোক্তার বাঘা মামা ও ভাগিনীকে ঘরে না পেয়ে আশপাশে খোজাখুজি করেন।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় একজনের মরদেহ পাওয়া গেলেও সাওদা’কে এখনো খুঁজে পাওয়া যায়নি।হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন তারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে পরে গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইলিয়াস সিকদার বলেন হিজলা নৌ পুলিশ, বাংলাদেশ কোষ্ট গার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আসা করি অতি শীগ্রই সাওদা’কে আমরা খুঁজে পাবো।