বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গঙ্গাপুর ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে টানা তিন দিন ধরে অনশন করছেন তানজিলা নামের এক নারী। প্রেমিকা তানজিলা এক সন্তানের জননী। তিনি দাবি করেছেন, প্রায় এক বছর ধরে খায়ের খানের ছেলে শামিম খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের আশ্বাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।
ভুক্তভোগী তানজিলা জানান, গত ২৯ মে তারা দুজন ঢাকার উদ্দেশে লঞ্চে রওনা দেন। ঢাকার সদরঘাটে পৌঁছে সামিম তাকে টার্মিনালে বসিয়ে রেখে সঙ্গে থাকা ৮০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের ঝুমকা নিয়ে পালিয়ে যায়। পরে তিনি নিজ গ্রামে ফিরে এসে শামিমের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
স্থানীয়রা জানান, সামিমের বাবা ও আওয়ামী লীগ নেতা খায়ের খান প্রথমে ছেলের সঙ্গে তানজিলার সম্পর্ক মেনে নিয়ে তাকে বউ হিসেবে গ্রহণে সম্মত হন। তবে উপজেলা যুবদলের শীর্ষ এক নেতার হস্তক্ষেপে ওই সমাধান ভেস্তে যায় বলে অভিযোগ তানজিলার।
এ ঘটনায় একাধিকবার পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো সমাধান হয়নি। হিজলা থানার এসআই আরাফাত বলেন, “আমরা দুই পক্ষকে মীমাংসার চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। ছেলে এখনো বাড়িতে ফেরেনি, আর মেয়ে প্রেমিকের বাড়িতেই অনশনে রয়েছে। তাকে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ দ্রুত সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছেন