নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সামনে সারা দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব ,মব জাস্টিস, নারী নিপীড়ন,ধর্ষণ ও ধর্ষনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ শিব্বির হোসেন (সহ সেকেটারি কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামি) তিনি বলেন ১৬ বছের দীর্ঘ দিনের আওয়ামী লীগের সারা দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব বৈষম্যের বিরুদ্ধে এই ছাত্র জনতার আন্দোলন করে ফ্যাসিস্টি হাসিনা সরকারকে বিতাড়িত করেন। তবে দেশে আর কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব ,নারী নির্যাতন,ধর্ষণের স্থান আর দেশের মাটিতে হবে না।
দেশ থেকে যতদিন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব ,নারী নির্যাতন,ধর্ষণ বিদায় নিবে না, দেশ সংস্কার হবে না।
ততো দিন দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।আবার নতুন করে দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব ,নারী নির্যাতন,ধর্ষণের আবির্ভাব হয়েছে। যতদিন না এসব বন্ধ না হয় ততোদিন ছাত্রজনতা রাজপথে থাকবে।
আরও বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম (জাতীয় নাগরিক কমিটি তিনি বলেন দেশ জুড়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব ,নারী নির্যাতন,ধর্ষণের আবির্ভাব হয়েছে। তাদের বিচারের জোড় দাবি করছি, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
আরো উপস্হিত ছিলেন এ কে উদার ইসলাম (ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা),মোঃ মাসুম ইসলাম ((ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ উপজেলা) মোহাম্মদ নাজমুল ইসলাম মোঃ সুজাইন ইসলাম, এবি মালেক ইসলাম, মোঃ সিজু ইসলাম,মোঃ জাহিদ ইসলাম, মোঃ শিবলী ইসলাম,আব্দুল মতিন , মোঃ গোলাম রাব্বি, মোঃ মোতালেব হোসেন,মোঃ ইব্রাহিম ইসলাম সহ
কিশোরগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সর্বস্তরের ছাত্রজনতা।