হাটহাজারীতে যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন করা হয় হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে।
রবিবার ( ১৪ এপ্রিল) হাটহাজারী উপজেলা পরিষদে হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার এ,বি,এম মশিউজ্জামান এর সভাপতিত্বে সকাল ১০.০০টাই মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়,এরপর সকাল ১০.৩০ মিনিটে বিভিন্ন গ্রাম বাংলার খেলাধুলার আয়োজন করা হয়,সকাল ১১.০০টাই সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম,পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরপশাসক মনজুর আলম মনজু, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মোঃ রাশেদুল আলম, হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, হাটহাজারী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম।
অনুষ্ঠানে উপজেলার মুক্তিযোদ্ধা সংগঠনের নেত্রীবৃন্দ, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ,উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পেশাজীবিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য পান্তা ইলিশের আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার।