বোয়ালখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে আহত ৫

এম মনির চৌধুরী রানা বোয়ালখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
28.0kভিজিটর

চট্টগ্রামের বোয়ালখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার (১৪ জুলাই) সকাল দশটার দিকে পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড মনুপাড়া বাদশার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় মৃত আবদুর রশিদের ছেলে মো. জফুর মিয়া (৬৫), মো. নাছেরের ছেলে মো. রাসেল (২৭), মো. সাজ্জাদ (২২), শামসুল আলমের মেয়ে কহিনুর আকতার (৪৫) ও মুন্সি মিয়ার মেয়ে রাশেদা আকতার (৪০) আহত হয়। স্থানীয়রা বলেন, রাস্তার পাশে একটা গাছ আছে। গাছটি এক পক্ষ কাটতে গেলে অপর পক্ষ গাছ তাদের বলে দাবি করে গাছ কাটতে বাঁধা দেয়।

উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এক পক্ষ লোহার রড দিয়ে অপর পক্ষকে আঘাত করে। এতে কয়েকজন আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মো. জফুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার শান্তনু। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x