পাঁচ বছরেও বিচারভূত হয়নি আহমেদ মিশকাত হত্যা মামলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
42.3kভিজিটর

পাঁচ বছর পেরিয়ে গেলেও বিচারভূত হয়নি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের মেধাবী শিক্ষার্থী এস এম মিশকাত আহমেদ হত্যা মামলার।

অনুসন্ধান করে জানা যায়, ২০১৮ সালে ৬ নভেম্বর রাত ৯ ঘটিকায় সরকারী এডওয়ার্ড কলেজের লিচু তলায় ফোনালাপে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা মিশকাতকে, ঘটনার পাঁচ বছর অতিক্রান্ত হলেও বিচারভূত হয়নি এই হত্যা মামলার। এতে ক্ষুব্ধ হয়েছে তার পরিবার ও এলাকাবাসী। তার পরিবারের দাবী এই হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার।

নিহত আহমেদ মিশকাত পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ ব্লাড নেটওয়ার্ক(বিবিএন)’র প্রচার সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। তিনি পাবনা জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x