এনায়েতপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণ সভা।

সোহেল রানা চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
57.4kভিজিটর

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন ভূইয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে এনায়েতপুর দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এনায়েতপুর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল।

এসময় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, শওকত আলী, যুগ্মসাধারন সম্পাদক এবিএম শামীম হক, সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা দিপু, জেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম মোন্নাফ ও হোসেন সোরায়ার্দ্দী শামীম প্রমুখ বক্তব্য রাখেন। শেষে প্রয়াত স্বপন ভূইয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন এনায়েতপুর থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দ্দার। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x