শিরোনাম:
“নির্বাচন বানাচালের যেকোন অপতৎপরতা জনগণ রুখে দেবে” হাটহাজারীতে সমাবেশে এম এ সালাম। টাংগাইলের নাগরপুরে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন এমপি -আহসানুল ইসলাম টিটু বালিয়া ইউনিয়নে যুবলীগের নব-নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিনিময় ও কর্মী সভা ভূল্লীতে সাংবাদিকের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ। ঝালকাঠিতে শত পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন। প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া বিভাগ উদ্বোধন। বিনামুল্যে ছাগল-বেড়ার টিকা প্রদান ক্যাম্পেইন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার বাংলাদেশ এগিয়ে যাবে : আশিকুর রহমান খান সবুজ দুই প্রান্তেই পাকা পিচঢালা রাস্তা মাঝ খানে এক কিলোমিটার পাকা নেই। ঝালকাঠিতে অবৈধভাবে সুগন্ধা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড।

প্রধানমন্ত্রী ক্রীড়া অঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছে : মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
8.6kভিজিটর

‘প্রধানমন্ত্রী দেশের ক্রীড়া অঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছে’ এমন মন্তব্য করেছে পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন।

রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বাধীনতা চত্ত্বরে
সদর উপজেলা পরিষদ আয়োজিত ওয়ার্ল্ড স্পেশাল অলম্পিকস গেমসে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত বাক প্রতিবন্ধীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ক্রিকেট অঙ্গনকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেশের ক্রিকেট আজ সারা বিশ্বে সমাদৃত, শুধু তাই নয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এ দেশে যতটা অগ্রাধিকার দিয়েছেন উন্নত বিশ্বে তার নজির নেই। বাক ও শারীরিক প্রতিবন্ধী এ শিশুদের তিনি খেলাধুলা ও পড়ালেখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আজ এ সকল শিশুরা বিশ্ব অলম্পিকস গেমসে অংশগ্রহণ করে যার সম্পূর্ণ অবদান মাননীয় প্রধানমন্ত্রীর। শুধু অংশগ্রহণ নয় তারা আজ স্বর্ণ পদক লাভ করে। এটি প্রধানমন্ত্রীর সফলতা বাংলাদেশের সফলতা তথা পাবনার সফলতা।

পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে ও রিফাত স্মৃতি সংঘের সভাপতি মুস্তাকিম মুহিবের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার মোঃ বাদশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিফাত মানবিক বধির সংসদ ও রিফাত স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফারুক হোসেন। এ সময় স্বর্ণ ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ১৬ জন বাক ও শারীরিক প্রতিবন্ধীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা শেষে আঁতশবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিল রিফাত স্মৃতি সংঘ।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x