নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

মৃত্যুর পূর্বে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন অভিনেতা রুমি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
70.4kভিজিটর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি বরিশালের আঞ্চালিক ভাষায় অভিনয় করে দর্শকদের হৃদয়হরণ করেছেন। তাকে চেনেন না এমন মানুষ কমই আছেন। মাত্র চব্বিশ বছর বয়সে মঞ্চ নাটকের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন তিনি। 

গত বছর দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান দেশের গুণী অভিনেতা অলিউল হক রুমি। মঙ্গলবার (২২ এপ্রিল) অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী। গুণী এ অভিনেতার এক বছর পূর্ণ হওয়ার আজকের এ দিনে আসুন জেনে নিই, মৃত্যুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে রুমির ক্যারিয়ার জীবন নিয়ে কিছু কথা।

সর্বশেষ এ অভিনেতাকে দেখা গিয়েছিল সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’-এ। এক সাক্ষাৎকারে এ নাটক ও ক্যারিয়ার জীবন নিয়ে কথা বলেন তিনি। 

ওই সাক্ষাৎকারে রুমি বলেন, একজন অভিনেতা সবসময় চাতক পাখির মতো তাকিয়ে থাকে সে চরিত্রের জন্য যে চরিত্র মানুষের মনের ক্ষুধা মেটাতে পারে। আমার কাছে তেমনি একটি চরিত্র ‘হাবুর স্কলারশিপ’ নাটকের কুদরত মাস্টারের চরিত্র। রুমি আরও বলেন, এ নাটকে শিক্ষক ও ছাত্রের মধ্যে পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। নাটকের গল্পটি চমৎকার। সময় উপভোগ করার মতো আমি বলব।

১৯৬৪ সালের ২৪ অক্টোবর বরগুনা জেলায় জন্মগ্রহণ গুনী এই অভিনেতা। রুমির বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।  প্রথম নাটকটি ছিল ‘এখন ক্রীতদাস’। সে বছরই ছোট পর্দায় অভিষেক হয় তার। এই যাত্রা শুরু হয়েছিল ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে। 

২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান। তবে তিনি দর্শকের কাছে পৌঁছান ছোটপর্দার মাধ্যমে। বিশেষ করে গত কয়েক বছর ধরে বরিশালের আঞ্চলিক ভাষায় বেশকিছু নাটক করেন তিনি। এই নাটকগুলোই তাকে জনপ্রিয় এনে দেয়। 

রুমি অভিনীত নাটকের মধ্যে ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘বাপ বেটা দৌড়ের উপর’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-৭’, ‘জমজ-৮’, ‘জমজ-৯’, ‘জমজ-১০’ উল্লেখযোগ্য। 

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x