নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

সড়কে বেপরোয়া পরিবহন,পুলিশের দুই সদস্য আহত।

মেহেদী হাসান, আমতলী বরগুনা
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
102.8kভিজিটর

বরগুনা আমতলী উপজেলায় ইউনিক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পুলিশের দুই সদস্য গুরত্বর আহত হয়েছেন।

রবিবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মানিকঝুড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন এ এস আই রমিজ (৪৫) ও পুলিশ কনষ্টেবল মোঃ মাইনুল ইসলাম(৩৫)।তারা দুই জনেই আমতলী থানায় কর্মরত।

আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ খান তাপস উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

জানা যায়, এ দুই পুলিশ সদস্যরা কর্তব্যরত অবস্থায় মোটরসাইকেল যোগে বান্দ্রা বাজারে উদ্দেশ্য রওনা দেন।পথে ঢাকা -কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে কলাপাড়া থেকে আসা ঢাকাগামী একটি ইউনিক পরিবহন সঙ্গে ধাক্কা লাগে।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস বলেন,বেপরোয়া গতিতে চালিয়ে আসছিলেন ইউনিক পরিবহন দেখলাম মটরসাইকেলটি ধাক্কা মেরে খালে ফেলে দিয়ে দ্রুত চলে যায়।আমি সহ স্থাণীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান,আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর ইনজুরি থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে । ইউনিক পরিবহনটি আটক করা হয়েছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x