আমতলী উপজেলা শ্রমিক লীগের নেতা ভূমিদস্যু অ্যাড. বদরুল হাসান বাকের এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১ টায় আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় সামনে বাজারের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের মামলার শিকার হরতীক বাড়ীয়া খালের ইজারাদার ও লোছা মৎস্য সমিতির সদস্যসহ আঠারগাছিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সর্বস্তরের সাহস্রাধিক জনগণ এ মানববন্ধনে অংশ নেন।
মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ ঝন্টু হাওলাদার, মোঃ কামরুজ্জামান কবির, ইমরান হোসেন সোহাগ, মোসাঃ পুতুল বেগম প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র – জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। তবে আঠারগাছিয়া ইউনিয়নে এখনও পর্যন্ত আওয়ামী লীগের দোষরদের হাত থেকে মুক্ত হয়নি। তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করেছেন। গত ৯ ফেব্রুয়ারী আমতলী উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আঠারগাছিয়া মৌজার ১ নং খাস খতিয়ানের ৩০০৭ /৫০৯/ ৭৯০/ ৪০০/৭৭৮ দাগের ৬.২৫ একর হরিতকবাড়ীয়া জলমহলটি লোছা মৎস্যজীবি সমবায় সমিতি যার নিবন্ধন নং ২০১১.১.১০২ ০৪০৯.০০৮৬ কে সরকারী বিধি অনুযায়ী লিজ প্রদাণ করেন।
সরকারী বিধিমালা অমান্য করে জলমহল ইজারা প্রদান করা হয়েছে এমন অভিযোগ করে বরগুনা জেলা প্রশাসক, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৩ জনের নামে গত ১৭ ফেব্রুয়ারি আমতলী সহকারী জজ আদালতে ইজারা বাতিল চেয়ে একটি মিথ্যা বানোয়াট মামলা করেন শ্রমিকলীগ নেতা অ্যাড. বদরুল হাসান বাকের। আওয়ামী লীগ নেতার দায়েরকৃত মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের দাবি জানান তারা।
এ ব্যাপারে মামলার বাদি শ্রমিক লীগ নেতা অ্যাড. বদরুল হাসান বাকের বলেন,সহকারী জজ আদালতে মামলা করেছি।তারা কোর্টে বুঝ করে আসুক।
এ ব্যাপারে উপজেলা জলমহল ব্যবস্থানা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি মোঃ তারেক হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যেহুতে আদালতে মামলা হয়েছে এ বিষয় কোন মন্তব্য করবেন না বলে জানান।