চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক। তিনি বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন।
আজ সকালে মাদ্রাসা খোলায় নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে আসছিলেন তিনি। মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মরহুম খলিলুর রহমানের ছেলে।
তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন তিনি। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, তিনি আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তাকে চমেক হাসপাতালে সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তাঁর মৃত্যুতে মাদ্রাসা ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।