আগামী জুলাইয়ে স্বপ্ন পূরন হতে চলেছে গোপালগন্জ বাসীর। গোপাল গঞ্জের গোবরা স্টেশন থেকে সরাসরি ঢাকা চলাচল করবে ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ বাসীর স্বপ্ন পূরন করে দেখালেন যে কোন কাজই বস্তুত অসম্ভব নয়।
গত ২৯ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে জানা যায় যে গোবরা-ঢাকা রুটে দুটি ট্রেন চলাচল করবে। গোবরা থেকে যাত্রীরা ভাংগা নেমে ফরিদপুর, রাজবাড়ী যেতে পারবেন।সবচেয়ে বেশি সুবিধা পাবে কাশিয়ানী উপজেলার মানুষ।
তারা ১২ টা ট্রেন পাবে প্রতিদিন ঢাকা যাতায়াত করার জন্য। প্রস্তাবিত শিডিউল বাস্তবায়িত হলে সব মিলিয়ে প্রতিদিন ৬ টা ট্রেন পাবে কাশিয়ানী থেকে ঢাকা যাওয়ার জন্য এবং ৬ টা ট্রেন পাবে ঢাকা থেকে কাশিয়ানী আসার জন্য। কারণ, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল, ঢাকা-গোবরা সব কয়টা রুটের ট্রেন কাশিয়ানী জংশন হয়ে যাবে।
খুলনা-ঢাকা-খুলনা রুটে যাওয়া-আসার জন্য ৮ টি ট্রেন। ঢাকা-বেনাপোল-ঢাকা যাওয়া-আসার জন্য ২ টি ট্রেন এবং গোবরা-ঢাকা-গোবরা যাওয়া-আসার জন্য ২ টি ট্রেন পাবে গোপালগঞ্জ জেলার যাত্রীরা।