শিরোনাম:
গঙ্গাচড়ায় দায়িত্ব অবহেলায় ঝরলো দুইটি প্রাণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ফরিদপুর-১ মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আলফাডাঙ্গা দলীয় কার্যালয়ে মতবিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবি এড. শিশির মণির সৌজন্যে সুুনামগঞ্জে সংবাদকর্মীদের সাথে বিনিময় বোয়ালখালীতে বিপন্ন ঈগল পাখি উদ্ধার শুধু দুর্গা পুজা নয় সনাতনীদের পাশে সবসময় থাকবে বিএনপি : কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন সুবাস সাহার বাড়ি দূর্গাপূজায় অসহায় হতদরিদ্রদের মাঝে অন্ন বস্ত্র ও অর্থ বিতরণ কক্সবাজারে বোয়ালখালী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার চট্টগ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনায় হচ্ছে দুর্গাপূজা: ডিআইজি

চবি মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে সিম্পোজিয়াম অনুষ্ঠিত।

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : মোঃ আবু তৈয়ব।
  • আপডেটের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
37.2kভিজিটর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি এর সহযোগিতায় চবি জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে “Navigating the path to Antimicrobial Stewardship: Strategies, Challenges and Collaborative Solutions” শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৪ এপ্রিল) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. শারমিন সুলতানার সভাপতিত্বে সিম্পোজিয়ামে স্পিকার হিসেবে প্রেজেন্টেশন প্রদান করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়েরিয়াল ডিজিস রিচার্স, ঢাকা বাংলাদেশের সিনিয়র সাইন্টিস্ট ড. মুনিরুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মনজুরুল করিম।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে সিম্পোজিয়ামে উপস্থিত স্পিকারসহ সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিম্পোজিয়ামের আয়োজন করার আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান-গবেষণার উর্বর ক্ষেত্র, যেখানে সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং-ওয়ার্কশপ ইত্যাদি নিয়মিত অনুষ্ঠিত হয়। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা-গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চবি বর্তমান প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে।” তিনি আরও বলেন, “শুধুমাত্র সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করলে হবে না, প্রকৃত গবেষণার মাধ্যমে এর বাস্তবমূখী সফলতা অর্জনে আমাদেরকে সচেষ্ট হতে হবে।

মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যেতে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দকে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, OBE কারিকুলাম প্রণয়ন এবং গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে কার্যকরী ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান। তিনি এ সিম্পোজিয়ামে স্পিকারদ্বয়ের উপস্থাপিত আলোচনা-পর্যালোচনার মাধ্যমে আমাদের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবেন এবং তাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য সিম্পোজিয়ামের সার্বিক সাফলতা কামনা করেন।

দিনব্যাপি অনুষ্ঠিত সিম্পোজিয়ামে উক্ত অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, চবি মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x