নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বিএনপি নেতা কর্মীরা বাধা বিপত্তি উপেক্ষা করে গণসমাবেশ যোগ

আরিফুজ্জামান চাকলাদার
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
বাধা বিপত্তি উপেক্ষা করে গণসমাবেশ যোগ
282.4kভিজিটর

ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনিস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার(১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট থাকায়৷ আলফাডাঙ্গা উপজেলার কিছু নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে ধর্ম ঘটের আগেভাগেই শহরে প্রবেশ করেছেন। গত দুদিন ধরে সমাবেশস্থলেই চলছে তাদের রান্না-খাওয়া। থাকছেন সেখানেইএবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীেদের বাসায় ।

আলফাডাঙ্গা উপজেলার বিএনপির নেতা মিয়া আকরামুজ্জামান এর অভিযোগ, বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাধা দেওয়ার অংশ হিসেবেই সরকার গণপরিবহন ধর্মঘট ডেকেছে। তবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।সমাবেশ সফল করতে প্রয়োজন হলে পায়ে হেঁটে যাবো। এরই মধ্যে শত শত নেতাকর্মীরা গত(১১ নভেম্বর) ধর্ম ঘটের মধ্যে সকাল থেকে সারা রাত এবং সকালেও ( ১২ নভেম্বর) অটোভ্যান, অটোরিকশা,নসিমন,বাইসাইকেলে, মটর সাইকেল যোগে সমাবেশ যোগ দিতে দেখা গেছে।মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের দায়িত্বে পালন করেন- পৌর সভা-পৌর বিএনপি যুগ্ম আহবায় এসএম খোসবুর রহমান খোকন ও পৌর বিএনপি যুগ্ম আহবায়ক রবিউল হক রিপন,আলফাডাঙ্গা ইউনিয়ন – উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ ও আবর আলী , গোপালপুর ইউনিয়ন – উপজেলা ওলামা দল সাবেক আহবায়ক হাফেজ গোলাম মহিউদ্দিন ,বুড়াইচ ইউনিয়ন-উপজেলা যুবদল সাবেক আহবায়ক আহমদ আলী সিকদার, বানা ইউনিয়ন- বানা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, টগবগ বন্ধ ইউনিয়ন – ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হায়দার আলী , পাচুড়িয়া ইউনিয়ন -ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাজান সরদার , উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লা আল মিলন।

আলফাডাঙ্গা প্রতিনিধি

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x