ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বাবার খেক্কর গাড়ির নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালপুর গ্রামে মুসা শেখ এর ছেলে মাহিন শেখ (৫) নামের এক শিশু দুর্ঘটনা নিহত হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মতো তার খেক্কর গাড়ি নিয়ে সকালে বের হন। দুপুরে খাবারের জন্য বাড়িতে ফেরার সময় গাড়ির শব্দ শুনে মাহিন বাবার কাছে ছুটে আসে। এ সময় রাস্তার পাশে বেড়ায় ধাক্কা লেগে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং বাবার গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্হানীয় ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম জানান, এটি একটি দূর্ঘটনা,বাবার গাড়ির শব্দ শুনে বাড়ি থেকে দৌড়ে আসে। পিছনে চাকার ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে মারা যায়।বাবার সামনের দিকে গাড়ি চালাতে থাকায় খেয়াল করতে পারেনি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।