নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বিশ্বম্ভরপুর ভার্ড কর্তৃক  ‘ক্লাইমেট রেজিলিয়েন্স ওয়ার্কসপ  বাস্তবায়ন

সোহেল আহমদ সাজু,  বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
70.2kভিজিটর

একশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড এল আর পি-৪৩ প্রকল্প, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ এর উদ্দ্যোগে প্রকল্প এলাকার বাদাঘাট (দঃ) ইউনিয়ন পরিষদের হলরুমে, ফেডারেশন, যুবা, রিফ্লেকশন একশন সার্কেল সদস্যদের অংশগ্রহনে ক্লাইমেট রেজিলিয়েন্স ওয়ার্কসপ (Climate Resilience Workshops) সম্পন্ন হয়েছে।

উপজেলা সহকারী কৃষি অফিসার মুক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা আঃ মমিন ওয়ার্কশপে সহায়ক হিসাবে অংশগ্রহন করে সহায়তা করেন।। ওয়ার্কশপে জেলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলি প্রদর্শন এবং নেতিবাচক প্রভাব থেকে উত্তরন এবং অভিযোজন প্রক্রিয়া হিসাবে জৈবসার ও জৈবকীটনাশকের ব্যবহার যেমন বৈদ্য মিকচার, নীম পাতার পানি, তামাক পাতার পানি, ডিটারজেন পাউডার মিশ্রিত পানির পরিমিত ব্যবহার এবং বস্তায় সবজি চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রদর্শিত করা হয়েছে।

এছাড়াও বেশী করে গাছ রোপন সহ রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার এর প্রতি গুরুত্ব দেওয়া আরোপ করা হয়েছে। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বাদাঘাট (দক্ষিণ) নারী উন্নয়ন ফেডারেশন সভাপতি আনোয়ারা বেগম। ওয়ার্কশপে সার্বিক সহায়তা করেন ভার্চ এল আর পি-৪৩ প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলাম প্রমূখ।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x