সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলার কারেন্টের বাজার বোয়াল চত্বর নামক স্থানে বিশ্বম্ভরপুর উপজেলাবাসির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, পতিত সরকারের আমলে পদায়ন পাওয়া ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন খাত ধ্বংস করেছেন। বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারী ও দুর্নীতির মাধ্যমে অবৈধ ভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
পরে কারেন্টের বাজারের মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাওয়ার পথে মাল্টিপারপাস সেন্টারের সামনে আসলে বাঁধা দেয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হোন। আহতদের বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রাজু আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, আওয়ামী লোকজন জড়ো হয়ে উপজেলা সদর থেকে অনেক দূর কারেন্টের বাজারে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন করেছে। পরে তারা কারেন্টের বাজার থেকে মিছিল নিয়ে উপজেলা সদরের মাল্টিপারপাস সেন্টারের সামনে এসে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে, একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
তিনি বলেন, এরা মূলত আওয়ামী সিন্ডিকেট তলে তলে একত্রিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এ চক্ররা।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, আমি সকাল থেকে জেলা সদরে মিটিংয়ে আছি।শুনেছি কতিপয় লোকজন উপজেলা মাল্টিপারপাস সেন্টার অনিয়ম হচ্ছে দাবি করে আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে।
মূলত বিষয় হচ্ছে মাল্টিপারপাস সেন্টার তারা আমার কাছে চেয়েছিল,আমি সরাসরি তাদের দেয়নি। পত্রিকায় বিঙপ্তি দিয়ে সরকারের নিয়মা অনুসারে সৌন্দর্যবর্ধন এবং লিজ দিয়েছি।
এটা তারা মেনে নিতে পারছে না। তারা আমার বিরুদ্ধে মানববন্ধন করে মিছিল নিয়ে উপজেলা সদরে গেলে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করেছে ।