নওগাঁর মহাদেবপুরে ওলামা-মাশায়েখ ও এতিমদের সন্মানে জাতীয়তাবাদী কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সন্ধায় উপজেলা কৃষকদলের আয়োজনে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সাধারন সম্পাদক ফজলে হুদা বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, আওয়ামীলীগ হুজুর পেটানো এবং ভারতের দালালির রাজনীতি করে। তারা মানুষের টুপি পড়ে ঘোরার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। তারা ইমামদেরও ছাড় দেয়নি। অন্যদিকে দেশ রত্ন খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করেও মানুষের অধিকার হরন করেনি, নিজে গাড়ি-বাড়ীর মালিক হয়নি।
বক্তব্য ও দোয়া শেষে প্রায় ১ হাজার ২০০ এতিমদের মাঝে ইফতার ও খাবার বিতরন করেন।