নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নওগাঁয় আওয়ামী লীগ অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার

আব্দুর রশীদ তারেক নওগাঁ
  • আপডেটের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
110.2kভিজিটর

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় অফিসের (কার্যালয়) লিফটের ফাঁকা জায়গা থেকে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । রোববার (৪ মে) দুপুর দুইটর সময় শহরের সরিষাহাটির মোড় এলাকার একটি সাততলা ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক দেলোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার শহীদুল মোড় এলাকার মছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কিছু লোক দেখেন, একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন।
সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গত ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভিতরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার বা রেলিংয়ের ধাতব বস্তুু চুরি করতে গিয়েছিলেন। সাততলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x