গ্রামবাসী বলছে, আজ মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে পালানোর সময় আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে।তারা আরো বলেন,চুরি হওয়া ট্রান্সফর্মার মুক্তিপণ দিয়ে ফেরত নিতে হয়।নওগা
নওগাঁর মান্দায বৈদ্যুতিক ট্রান্সফর্মারসহ এরশাদ আলী(৪০) নামে চোর চক্রের এক সক্রিয সদস্যকে আটক করেছে গ্রামবাসী। আজ মঙ্গলবার(৪মার্চ) ভোরে উপজেলার কাশোপাড়া ইউপির বাশবাড়িয়া এলাকার লবীর উদ্দীনের রাইচ মিলে চরির এ ঘটনা ঘটে। আটক এরশাদ আলী রানীনগর উপজেলার বোদলা গ্রামের আব্দুস ছোবহান আলীর ছেলে।
গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ভোর সাড়ে ৩টার সময় লবীর উদ্দিনের রাইচ মিলের ট্রান্সফর্মা চুরি করে পালানোর সময় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করেন। আটকের পর কিছু উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পরে পুলিশে সোর্পদ করে।
এ বিষয়ে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি জানান, বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অপরাধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রামবাসীরা বলেন,দীঘৃদিন ধরে ট্রান্সফর্মার চোর চক্রের সদস্যরা মান্দা তথা চেলা ও এর আশেপাশে এলাকায় ট্রান্সফর্মার চুরি করে মুক্তিপণের মাধ্যমে ফিরিয়ে দেয়।