সাপাহারে মা/অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
38.2kভিজিটর

নওগাঁর সাপাহারে মা/অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে প্রাঙ্গণে

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে মা ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করণ,

২0১৯ সালে উক্ত বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ মধ্যে ৮৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

এসময় উপস্থিত থেকে শিক্ষা ব্যাবস্থার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন । তিনি বলেন, শিক্ষায় একমাত্র হাতিয়ার যা, সমাজের সকল অপকর্ম দূর করতে পারে। তাই শিক্ষার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক অধীর চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক নূরল ইসলাম, পিটিএ কমিটির সভাপতি হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক আমীরুল ইসলাম। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিম হোসেন (জুয়েল)’র সঞ্চালনায় অভিভাকদের মধ্যে বক্তব্য রাখেন নিখিল বর্মন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x