নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

সুনামগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে পৃথক মিছিল ও সমাবেশ

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
28.6kভিজিটর

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্র শক্তি।

শুক্রবার বাদ জুম্মা শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, জেলা এনসিপি আহ্বায়ক উসমান গণী, ফয়সল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক শাহীন আলম।

এর কিছুক্ষণ পরেই শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্র জমিয়তের পক্ষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়ত নেতা তোহা হোসাইন, হাফিজ হেলাল আহমেদ, ইয়াহিয়া ও রিয়াজ উদ্দিন। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা আব্দুল্লাহ গাজী নগরী, পৌর জমিয়ত নেতা আসাদ আহমেদ এবং সদর উপজেলা যুব জমিয়ত নেতা নাছির উজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২০২৪ শের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বরদের স্তব্ধ করে দিতেই পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।

বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে ফাঁিসর রায় কার্যকরের দাবি জানান। এবং ভারতের আধিপত্যবাদ বিস্তারের যেকোন অপচেষ্টা প্রতিহত করা এবং ভারতীয় সকল ধরনের পণ্য বজর্েেনর আহবান জানান। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ##

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x