নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বরিশালের হিজলায় ঘুষের টাকা জায়েজ করতে বিএনপির উপর দায় চাপালেন তহসিলদার।

হিজলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
78.4kভিজিটর

বরিশাল হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন ও হিজলা গৌরব্দী ইউনিয়নের ভুমি অফিস কর্মকর্তা (তহসিলদার) হুমায়ুন কবির তার অফিস কক্ষে বসে উপস্থিত সেবা প্রার্থীদের সাথে নিজের দাবী করা ঘুসের সাফাই দিতে গিয়ে দায় চাপালেন বিএনপির উপর।

তার দাবী ‘বিএনপিই এই দেশে অনিয়ম দুর্নীতি শিখিয়েছে এবং দুর্নীতি পলিটিকাল থেকেই আসে,পলিটিকাল নেতারা যদি ঠিক হয় তাইলে আমরাও ঠিক হইতে রাজি।
অফিসের অন্যান্য সহকর্মীরা তাকে এমন মন্তব্য না করতে একাধিকবার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে নিজের মন্তব্যের পক্ষে আরো জোড়ালো অবস্থান নেন।
খোজ নিয়ে যানা যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকার আওয়ামী পরিবারের সন্তান জবের আলী হাওলাদার এর ছেলে এক সময়ের ছাত্রলীগের সক্রিয় কর্মী এই হুমায়ুন কবির।
২৩ এপ্রিল আনুমানিক দুপুর ১২টায় বড়জালিয়া ইউনিয়ন বিএনপি কর্মী কাজল দেবনাথ তার পৈতৃক সম্পত্তির পর্চা তুলতে বড়জালিয়া ইউনিয়ন ভুমি অফিসে গেলে ১ হাজার টাকা দাবী করেন হুমায়ুন কবির, টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ৫ আগষ্ট সরকার পতনের পরেও আপনারা বিএনপি কর্মীদের থেকে এভাবে টাকা নিবেন ? প্রশ্নের জবাবেই ইউনিয়ন ভুমি অফিস কর্মকর্তা এই বেফাঁস মন্তব্য করেন বলে দাবী করেছেন কাজল দেবনাথ।
প্রত্যক্ষদর্শী সাবেক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুন জমদ্দার বলেন তার এমন মন্তব্যে আমরা আশ্চর্য হই। উপস্থিত সকল সেবা প্রার্থীরা এর প্রতিবাদ করলেও তিনি বার বার একই কথা বলাতে ক্ষিপ্ত হন তারা। তাদের শান্ত করে আমরা কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।


হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহির রায়হান এর সাথে আলাপকালে তিনি বলেন বিএনপি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে কিভাবে সরকারি একটি চেয়ারে বসে তিনি এমন মন্তব্য করতে পারেন? বিষয়টি সিনিয়র নেতৃবৃন্দকে জানানো হয়েছে, অপেক্ষা করছি তারা কি সিদ্ধান্ত দেন।


দূর্নীতি করলো সৈরাচার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, বিএনপি তার বিরুদ্ধে প্রতিবাদ করলো দীর্ঘ ১৬ বছর, এই তহশিলদার হুমায়ুন কবির তার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে, সে তার থেকে রক্ষা পেতেই এমন মন্তব্য করেন বলে দাবি হিজলা উপজেলা কৃষক দলের আহবায়ক স ম ফারুকের।


বড়জালিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক স ম হুমায়ুন কবিরের কাছে বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন এই তহশিলদারের বিরুদ্ধে অসংখ্য অনিয়ম ও ঘুসের অভিযোগ আমরা শুনেছি, তার এসব অনিয়ম ও দূর্নীতি প্রশ্রয় দেওয়ার কারনেই আজকে তিনি এমন মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছেন, এবিষয়ে আমরা তার উর্ধতন কর্মকর্তাদের অবহিত করবো, তারা ব্যবস্থা না নিলে আমরা আমাদের সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে আগাবো।
এদিকে অভিযোগকারীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি দেখবেন বলে আস্বস্ত করেছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইলিয়াস সিকদার।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x