নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে মহাসড়ক অবরোধ, আহত-৫০, গ্রেফতার-১০

রনি আহম্মেদ :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
93.3kভিজিটর

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ রবিনট্রেক্সটাইল কোম্পানির শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া পুরো এলাকা রণক্ষেত্র পরিনত হয়। শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে ও বিদ্যুতের খুটি ফেলে প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
সংঘর্ষে আইনশৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী আর শ্রমিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়। আটক করা হয়েছে ১০ নাশকতাকারীকে।
জানাযায়, গত রোজার ঈদের আগে তৈরী পোশাক কারখানা রবিনটেক্স গার্মেন্টস থেকে ১৬ জন শ্রমিক ছাটাই করা হয়। চাকুরিতে পূর্ণবহালের দাবিতে গত মঙ্গলবার ওই শ্রমিককেরা কারখানার গেইটে এসে হট্রগোল করে।

মালিক পক্ষ মিমাংসার প্রতিশ্রুতি দিলেও তা নিয়ে তালবাহানা করেছে বলে জানা যায়।
পরে সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বন্ধ করে দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এতে সড়কের উভয়দিকে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সংঘর্ষে আইনশৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী আর শ্রমিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয় বলে জানা গেছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x