নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে সিএনজি উল্টে আহত ২

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
62.0kভিজিটর

চট্টগ্রাম বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা উল্টে সঞ্জিত সূত্র দাশ (৭০) ও তার স্ত্রী রেনু সূত্র দাশ (৬০) নামের এক বৃদ্ধ দম্পতি আহত হয়েছে। এসময় চালক গাড়িটি থেকে পালিয়ে গেছে। আজ শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহত দম্পতি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের বাসিন্দা।

তারা খাগড়াছড়ির মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডী ফুলতলমুখী দ্রুতগতির অটোরিকশা (চট্টগ্রাম-থ- ১৪-৩২৩৯) আরকান সড়কের আমতল এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।নউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সঞ্জিত সূত্র দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুইজনেই মাথায় আঘাত পেয়েছেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x