নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

সংবাদ প্রকাশ পর আলফাডাঙ্গা ছাত্রদল আহ্বায়ক বহিষ্কার

আরিফুজ্জামান চাকলাদার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
98.6kভিজিটর

গত ৮ মার্চ WSB NEWS24.com সংবাদ প্রকাশের জেরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলন (২৭) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় দল পক্ষ থেকে বহিষ্কার করেছে।

বহিষ্কৃত আব্দুল্লাহ আল মিলন আলফাডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা মো. আরফিন মোল্যার ছেলে।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার অধীনস্থ আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরো উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার (২০ মার্চ) এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি।

উল্লেখ্য গত ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ এর দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে শালিসের টাকা দেওয়ার কথা বলে ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন তার শয়ন কক্ষে ডেকে নিয়ে টাকা না দিয়ে কৌশলে বিভিন্ন প্রস্তাবে রাজি করাতে চেষ্টা করে। স্থানীয় লোকজন জড়ো হলে ঐ ছাত্রী কে ঘরের পিছনের দরজা দিয়ে বের করে দেয়। ৭ মার্চ রাতে ঐ কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মিলনসহ তিনজনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকে অভিযুক্ত মিলন পলাতক ছিলেন। গত ১৭ মার্চ দিচবাগত রাতে আব্দুল্লাহ আল মিলনকে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পরেরদিন ১৮ মার্চ ফরিদপুর আদালতে পাঠায় স্থানীয় থানা পুলিশ। ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন এর সংগ্রহীত ছবি

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x